প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন, সেই সময়সূচি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার আশঙ্কার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, “রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যা বলেছেন, তার বাইরে আমাদের কারও কিছু বলার নেই। স্যার যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন হবে। মাসও একই থাকবে। কে কী বললো ওটা শোনার প্রয়োজন নেই।”
এ সময় বাজার পরিস্থিতি নিয়ে তিনি জানান, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে। তিনি বলেন, “পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না, অথচ মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে।”
চাঁদাবাজদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যত বড় চাঁদাবাজই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশে চাঁদাবাজদের কোনো স্থান হবে না।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে ও অবৈধ কর্মকাণ্ড দমন করতে সর্বদা প্রস্তুত রয়েছে।