অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। শহীদ পরিবার ও আহতদের জন্য আইনি সুরক্ষা ও সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত জনসমাবেশে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। এতে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় সংস্কারের পাশাপাশি গণআন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার কথা উল্লেখ করা হয়।
ঘোষণাপত্রে বলা হয়, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী শাসনের অবসান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলনে যোগ দেয়। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ২০২৪ তারিখে গণভবনমুখী লংমার্চের মুখে শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ‘‘বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করছে। শহীদ পরিবার, আহত আন্দোলনকারী এবং অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’’
ঘোষণাপত্রের শেষাংশে উল্লেখ করা হয়, ‘‘৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিজয়ী জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো।’’