Ridge Bangla

ঘোড়াশালে কাঁচামরিচের দাম কেজিতে ৬০০ টাকা, বিপাকে ক্রেতারা

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের দাম লাফিয়ে বেড়ে গেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাজারে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০০ টাকায়, যেখানে একদিন আগেও তা ছিল মাত্র ২০০ টাকা। এর ফলে ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নআয়ের ভোক্তারা।

ক্রেতাদের অভিযোগ, মাত্র কয়েকদিন আগেও ৮০–১০০ টাকায় পাওয়া কাঁচামরিচের কেজি এখন ৬০০ টাকা—এটি সম্পূর্ণ অযৌক্তিক। স্থানীয় বাসিন্দা ইয়াবুর রহমান বলেন, “বৃষ্টির অজুহাত দেখিয়ে এভাবে দাম বাড়ানো ঠিক নয়। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে।”

অন্যদিকে বাজারের ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক টানা বৃষ্টিতে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। ঘোড়াশাল বাজারের এক ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, “অনেক জায়গায় মরিচ গাছ নষ্ট হয়ে গেছে, চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।”

তবে এ যুক্তি মানতে নারাজ ভোক্তারা। তাদের দাবি, বাজারে সরকারের মনিটরিং নেই বলেই এমন অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা বাজার তদারকি জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাশেম মিয়া বলেন, “আমিও খবর পেয়ে অবাক হয়েছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দ্রুত দাম স্বাভাবিক রাখতে চেষ্টা করবো।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য আরও এক চাপ হয়ে দাঁড়িয়েছে, যা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দাবি করছে স্থানীয়রা।

আরো পড়ুন