Ridge Bangla

ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়

ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়

নাটোরের লালপুরে ৪০ বছর মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পর মাওলানা মো. জিল্লুর রহমানকে বিদায় জানাতে এক বিশেষ আয়োজন করেছে এলাকার মানুষ। গোসাইপুর মিল্কীপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে নিজ বাড়ি পৌঁছে দেন।

৭০ বছর বয়সী মাওলানা জিল্লুর রহমান দীঘা উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবেও চাকরি করেছেন। তবে অনেক আগেই সেখান থেকে অবসর নেন। এবার মসজিদের দায়িত্ব থেকেও অবসরে গেলেন। দীর্ঘ চার দশক ইমামতি করার পর এমন ভালোবাসাময় বিদায়ে আবেগে কেঁদে ফেলেন তিনি।

শুক্রবার দুপুরে গোসাইপুর মিল্কীপাড়ায় মসজিদ প্রাঙ্গণে তাকে বিদায় জানানোর নানা আয়োজন করে স্থানীয়রা। ঘোড়ার গাড়ি ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়। মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর একটি মোটরসাইকেল শোভাযাত্রা ঘোড়ার গাড়িকে ঘিরে তার নিজ গ্রাম আড়বাবার পথে রওনা দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানিয়েছেন, লালপুরে এই প্রথম কোনো ইমামকে এমন সম্মানজনক বিদায় দেওয়া হলো।

মাওলানা জিল্লুর রহমান ১৯৮৫ সাল থেকে এই মসজিদে ইমামতি করে আসছিলেন।

আরো পড়ুন