Ridge Bangla

ঘেটুপুত্র কমলার অভিনেতা এখন রড-সিমেন্টের সফল ব্যবসায়ী

হুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ ছবির মাধ্যমে দেশের দর্শকের কাছে পরিচিত হন হাসান ফেরদৌস মামুন। এই ছবিতে তার অভিনয় তাকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে সেই সাফল্যের পরও তিনি নাটক ও বিজ্ঞাপনে মাঝে মাঝে দেখা গেলেও ধীরে ধীরে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। প্রায় সাত বছর ধরে অভিনয়ে নেই এই অভিনেতা। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণসামগ্রীর ব্যবসায় ব্যস্ত।

মামুনের অভিনয় জীবনের শুরু চার বছর বয়সে। বড় বোনের হাত ধরে তিনি ‘টোকাই’ নাট্যদলে যোগ দেন। শুরুতেই নাট্যদলের বিভিন্ন প্রযোজনায় অংশগ্রহণের সুযোগ পান তিনি। ছোট পর্দায় প্রথম অভিজ্ঞতা আসে বাংলাদেশ টেলিভিশনের ‘হারমোনিয়াম’ নাটকের মাধ্যমে। এরপর বিটিভির আরও কয়েকটি নাটকে অভিনয় করেন মামুন।

নাটকের পাশাপাশি তিনি বিজ্ঞাপন ক্ষেত্রেও পরিচিতি পান, যা তাকে শিশু শিল্পী হিসেবে আরও জনপ্রিয় করে তোলে। তবে ক্যারিয়ারের শুরুতে পাওয়া এই সাফল্যের পরও অভিনয়ের দুনিয়ায় দীর্ঘ বিরতি নেন। বর্তমানে তিনি তার ব্যবসায়িক জীবনে সম্পূর্ণ মনোনিবেশ করছেন।

এভাবে চলচ্চিত্র ও নাটকের আলো থেকে দূরে সরে গিয়ে হাসান ফেরদৌস মামুন আজ নির্মাণসামগ্রীর একজন সফল ব্যবসায়ী। তবুও তার অভিনয়কর্ম দর্শকদের মনে আজও জীবন্ত স্মৃতি হিসেবে থেকে গেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৭

আরো পড়ুন