গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে ক্লোজড করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে স্থানীয় এক ইউপি সদস্যের কাছ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ঘুষ নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে পুলিশ প্রশাসন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে ক্লোজড করা হয়।