Ridge Bangla

ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে ১৭তম রাউন্ডে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। এ জয়ে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে সেলেসাওরা।

নেইমার ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই দুর্দান্ত খেলেছে তরুণ ব্রাজিল। পুরো ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে কার্লো আনচেলত্তির শিষ্যরা নিয়েছে ২২টি শট, যেখানে চিলি সুযোগ তৈরি করতে পেরেছে মাত্র তিনবার। গতিময় ফুটবলে চিলিকে ৩-০ গোলে হারাল ব্রাজিল।

মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচের প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস। ৬৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় ব্রাজিল, এর সাতটি ছিল লক্ষ্যে। চিলির তিন শটের কোনোটিই ছিল না টার্গেটে।

আনচেলত্তির দল ডেডলক ভাঙে ৩৮ মিনিটে। একের পর এক আক্রমণের পর ১৮ বছর বয়সী এস্তেভাও বাইসাইকেল কিকে গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর দ্বিতীয়ার্ধে দ্রুত সময়ে ৭২ ও ৭৬ মিনিটে গোল করেন পাকেতা ও গিমারাইস। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে ব্রাজিল।

এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ব্রাজিল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে উরুগুয়ে, যারা ৩-০ গোলে হারিয়েছে পেরুকে।

এদিকে, মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ঘরের মাঠে পেরুকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। একই ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে কলম্বিয়াও। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে প্যারাগুয়েও।

লাতিন অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল আগেই মূল পর্ব নিশ্চিত করেছে। এবার তাদের সঙ্গে যোগ দিল উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে। আগামী ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন