শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের প্রতি ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি আলোচিত মডেল ও অভিনেত্রী, পাশাপাশি সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া এমন একটি ঘটনার মুখোমুখি হয়েছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চার জন্ম দিয়েছে।
একজন ভক্ত ইনবক্সে পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব দেন। পিয়া বিষয়টি শেয়ার করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসেজের স্ক্রিনশট প্রকাশ করেন। মেসেজে ওই ব্যক্তি লিখেছেন, “আমি কোনো বেঈমান বা বাজে ছেলে নই। দীর্ঘদিন ধরে আপনার প্রতি সীমাহীনভাবে দুর্বল এবং এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।”
এরপর ভক্তটি আরও লিখেছেন, “আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার এবং আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।”
শুধু তাই নয়, তিনি পিয়ার ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর চাইলেও পিয়া কোনো উত্তর দেননি। পরে তিনি একটি নম্বর পাঠান, যা পরবর্তীতে গুলশান থানার। পিয়ার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ভক্তের এমন প্রস্তাব নিয়ে হাস্যরস করেছেন, আবার কেউ কেউ মন্তব্য করেছেন যে কারও আবেগের সঙ্গে এভাবে রসিকতা করা উচিত নয়।
এই ঘটনার মাধ্যমে আবারও আলোচনায় এসেছে যে, সেলিব্রিটিদের ব্যক্তিগত সীমারেখা এবং সম্মান রক্ষা করা কতটা জরুরি।