Ridge Bangla

গ্ল্যামারের ছোঁয়ায় নয়, সততা আর প্রতিভায় জয়ী সাই পল্লবী

তামিলনাড়ুর কোটা গিরি থেকে উঠে আসা এক মেয়ের অসাধারণ যাত্রার নাম সাই পল্লবী। ডাক্তার হওয়ার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি বেছে নিয়েছেন অভিনয়ের পথ—যেখানে সততা, প্রতিভা আর আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় পরিচয়।

১৯৯২ সালের ৯ মে জন্ম নেওয়া সাই পল্লবীর শৈশব কেটেছে পড়াশোনা ও নাচের মধ্য দিয়ে। ডাক্তারি পড়তে গিয়েছিলেন জর্জিয়ার তিবলিসিতে, যেখানে ২০১৬ সালে এমবিবিএস পাস করেন এবং ২০২০ সালে ভারতের এফএমজিই পরীক্ষাতেও উত্তীর্ণ হন। কিন্তু তিনি বেছে নেন ক্যামেরার সামনে দাঁড়ানোর জীবন।

ভাষাগত দক্ষতায়ও তিনি ব্যতিক্রমী। তামিল, তেলুগু, মালয়ালম, ইংরেজি ছাড়াও শিখেছেন জর্জিয়ান ভাষা। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি ভালোবাসা তাঁকে রিয়েলিটি শো এবং সেখান থেকে সিনেমার জগতে নিয়ে আসে।

প্রেমাম ছবিতে ‘মিস মালার’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। প্রথম ছবিতেই ফিল্মফেয়ার সাউথে সেরা নবাগত অভিনেত্রী হন। এরপর ‘ফিদা’, ‘গার্গি’, ‘ভিরাটা পারভম’, ‘লাভ স্টোরি’, ‘শ্যাম সিংহা রায়’, ‘কালী’—প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে অভিনেত্রী হিসেবে শক্ত ভিত গড়ে তোলেন।

তাঁর সবচেয়ে বড় অনন্যতা, গ্ল্যামার ছাড়াও ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়ানো। মেকআপহীন স্বাভাবিক রূপে অভিনয় করে নারী দর্শকদের আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি।

এখন সাই পল্লবী শুধু দক্ষিণ ভারত নয়, বলিউডেও জায়গা করে নিচ্ছেন। নিতেশ তিওয়ারির পরিচালনায় আসন্ন ‘রামায়ণ’ ছবিতে তিনি সীতার ভূমিকায় অভিনয় করছেন, যেখানে রামের চরিত্রে থাকবেন রণবীর কাপুর।

১০ বার ফিল্মফেয়ার সাউথে মনোনয়ন ও ৬ বার জয়ের পাশাপাশি ২০২০ সালে ফোর্বস ইন্ডিয়ার ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় একমাত্র অভিনেত্রী হিসেবে জায়গা করে নেওয়া সাই পল্লবী আজ শুধু একজন অভিনয়শিল্পী নন—তিনি সততা, শিক্ষা ও আত্মবিশ্বাসের মিলনে গড়া এক প্রজন্মের অনুপ্রেরণা।

আরো পড়ুন