Ridge Bangla

গ্রেপ্তার ইস্যুতে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি হত্যা প্রচেষ্টা মামলায় গত মে মাসে গ্রেপ্তার হয়ে কারাগারে যান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ ঘটনায় শিল্পী মহলে বিস্ময় ও ক্ষোভ দেখা দিলেও দুই দিন পর জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর সামাজিক মাধ্যমে ফারিয়া জানান, জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময় কেটেছে সেই কয়েক দিন।

তবে দীর্ঘ চার মাস পর এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী। নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’র বিশেষ অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান-এ গ্রেপ্তার প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি।

ফারিয়া বলেন, “এমন কিছু হবে কখনো ভাবিনি। স্বপ্নেও কল্পনা করিনি। যে জীবনটা স্কিন কেয়ার, মেকআপ, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, শপিং বা খাওয়াদাওয়ার মতো ছোট ছোট জিনিসে সীমাবদ্ধ, সেই জীবনে এত জটিলতা আসবে! তখন সত্যিই ভেঙে পড়েছিলাম।”

তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। অবশ্যই মানসিকভাবে আমি আরও শক্ত হয়েছি। আর এই ঘটনার পর এটিই আমার প্রথম সাক্ষাৎকার।”

অভিনেত্রীর মতে, এ অভিজ্ঞতা অন্য কারও সঙ্গেও হতে পারত। তবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন, কারণ দর্শক ও ভক্তদের ভালোবাসা তাকে আবারও দাঁড়াতে শক্তি দিয়েছে।

জামিনের কিছুদিন পরই কাজে ফিরেছেন ফারিয়া। তার ভাষায়, “গ্রেপ্তারের ১০-১৫ দিন পরই আবার শুটিং শুরু করি। তবে একটা শিক্ষা পেয়েছি জীবন অনিশ্চয়তায় ভরা, কিছুই স্থায়ী নয়।”

শেষে তিনি বলেন, “সৎ থাকলে কোনো খারাপ শক্তি স্থায়ীভাবে আটকাতে পারবে না। বিপদ আসবে, কিন্তু সৃষ্টিকর্তাই উদ্ধার করবেন। এটিই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন