Ridge Bangla

গ্রীসে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনপদ

ভয়াবহ দাবানলের কবলে পড়েছে গ্রীসের দক্ষিণাঞ্চল। দেশটির জনপ্রিয় পর্যটনস্থল ক্রিট দ্বীপে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। বুধবার সন্ধ্যায় ইয়ারাপেট্রা এলাকায় শুরু হওয়া আগুন প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়লে সংকট ঘনীভূত হয়।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১,৫০০ স্থানীয় বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল বাহিনী, জরুরি সেবা সংস্থা এবং বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘরবাড়ি, হোটেল ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় চালানো হচ্ছে জলস্প্রিংক্লার এবং আকাশ থেকে পানি ফেলার অভিযান।

গ্রীসের আবহাওয়াবিদদের মতে, অতিরিক্ত তাপমাত্রা, দীর্ঘ সময়ের খরা ও প্রবল বাতাস দেশটিকে দাবানলের মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের দুর্যোগকে আরও ঘন ঘন ও ভয়াবহ করে তুলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ার ফলে অনেক এলাকাতেই বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দেশটির সরকার ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করেছে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামনে আরও উষ্ণ ও শুষ্ক দিন অপেক্ষা করছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন