Ridge Bangla

গ্রাহকসেবা উন্নয়নের জন্য হাউজ লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ছে

ব্যাংক খাতে গ্রাহকসেবা উন্নত করতে হাউজিং লোন ও ক্রেডিট কার্ডে ঋণের সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) এ সংক্রান্ত প্রস্তাব দিলে গভর্নর ড. আহসান এইচ মনসুর বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করেন।

সভায় এমডিরা জানান, বর্তমানে হাউজ লোন হিসেবে মোট ঋণের মাত্র ২ থেকে ৩ শতাংশ বিতরণ করা হয় এবং একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হাউজ লোন নিতে পারেন, যা সময়ের প্রেক্ষাপটে বাড়ানো উচিত।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, গ্রাহকদের আর্থিক সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় হাউজ লোনের ঊর্ধ্বসীমা বাড়ানো হবে। একইসঙ্গে বর্তমানে ১০ লাখ টাকার সীমাবদ্ধতা থাকা ক্রেডিট কার্ড ঋণের পরিমাণও সময়ের চাহিদা অনুযায়ী বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাউজিং খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং ভোক্তাদের ব্যক্তিগত ক্রয়ক্ষমতা আরও শক্তিশালী হবে।

আরো পড়ুন