রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয় জেলে বাচ্চু হালদারের জালে ধরা পড়া এ মাছটি ৬০ হাজার টাকারও বেশি মূল্যে বিক্রি হয়েছে।
মৎস্যজীবীদের সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট সংলগ্ন নিচু এলাকায় জালে আটকা পড়ে বিশাল আকৃতির পাঙাশটি। মাছটি ধরা পড়ার পর বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মাছের আড়তে নেয়া হয়। সেখানে মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন ও মাছ ব্যবসায়ীরা।
স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটির ওজন মেপে প্রতি কেজিতে ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় প্রথমে কেনেন। পরে তিনি মাছটি অনলাইনের মাধ্যমে মেহেরপুর জেলার এক সৌদি প্রবাসীর কাছে প্রতি কেজিতে ২ হাজার ৪৩০ টাকা দরে মোট ৬০ হাজার ৭৫০ টাকায় বিক্রি করেন। মাছটি বিক্রির জন্য নদীতে রাখার প্রয়োজন হয়নি, কেনার আধা ঘণ্টার মধ্যেই বিক্রি সম্পন্ন হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাজাহান শেখ বলেন, “পদ্মা নদীতে বড় আকারের পাঙাশ মাছের চাহিদা বেশি হওয়ায় সাধারণত এসব মাছ ভালো দামে বিক্রি হয়। আমি নিজে মাছটি কিনে বিক্রির অপেক্ষায় ছিলাম এবং সৌদি প্রবাসী ক্রেতার সাথে চুক্তি হওয়ার পর বিক্রি করেছি।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, চলতি মৌসুমে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বিশেষ করে পাঙাশ মাছ বেশি পাওয়া যাচ্ছে। জেলেরা এই পরিস্থিতিতে তাদের মাছ ভালো দামে বিক্রি করতে পারছেন। তিনি মাছের প্রজাতি সংরক্ষণ ও মৎস্যজীবীদের কল্যাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এদিকে, পদ্মা নদীতে বড় মাছ ধরা পড়ায় স্থানীয় বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে এবং মৎস্যজীবীদের আয়ের উৎসাহ বাড়ছে বলে জানায় সংশ্লিষ্টরা।