Ridge Bangla

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে তৌহিদী জনতার হামলা, নিহত ২

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে তৌহিদী জনতার ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মুক্তিযোদ্ধা আনছার ক্লাব চত্বরে বিক্ষোভ শেষে ক্ষুব্ধ জনতা দরবারে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এক পর্যায়ে কবর থেকে মরদেহ উত্তোলন করে পদ্মা মোড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় দুইজন নিহত হন এবং পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষুব্ধরা দরবারে হামলা চালায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের গাড়িতেও ভাঙচুর হয়। পরে সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, গত ২৩ আগস্ট মৃত্যুর পর নুরাল পাগলকে দরবার চত্বরে উঁচু বেদিতে দাফন করা হয়। ইসলামী শরীয়তের পরিপন্থী উল্লেখ করে ‘ইমান আকিদা রক্ষা কমিটি’ কবর স্বাভাবিক করার আল্টিমেটাম দিয়েছিল। শুক্রবার সকালে দরবার কর্তৃপক্ষ কবর নিচু করা ও সাইনবোর্ড সরানোর ঘোষণা দিলেও বিক্ষুব্ধ জনতা তাতে সন্তুষ্ট হয়নি।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, “পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছিল, তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো সম্ভব হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন