Ridge Bangla

গোয়ালন্দে খালা–ভাগ্নিকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে বেড়াতে এসে খালা (২০) ও ভাগ্নি (১৫) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উজানচর ইউনিয়নে এই ঘটনা ঘটে। আজ ৮ আগস্ট (শুক্রবার) ভুক্তভোগী তরুণীর বাবা থানায় মামলা করলে অভিযান চালিয়ে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফয়সাল শেখ (২২), রাকিব মোল্লা (২১) ও সজীব মোল্লা (২৪)। মামলায় আরও চারজন অজ্ঞাতনামা আসামি রয়েছেন।

পুলিশ জানায়, ফয়সাল আগে থেকেই তরুণীকে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার তিনি তরুণী ও তার ভাগ্নিকে গোধূলি পার্কে আসতে বলেন। পরে অজ্ঞাত কয়েকজনের সহায়তায় তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে রাতে উজানচরের একটি কাঁচা রাস্তায় নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ধর্ষণের কথা বাইরের কাউকে বললে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে দুই তরুণী কান্নাজড়িত অবস্থায় প্রায় বিবস্ত্র হয়ে তার বাড়িতে আশ্রয় নেন। পরে তাদের পরিবারকে খবর দেওয়া হয়।

বৃহস্পতিবার রাতে ফয়সালের তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় রাকিব ও তার সাথে থাকা অন্য সহযোগীকে ধরে মারা হয়। তারপর পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তিনজনকেই আটক করে হেফাজতে নেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সাতজনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে, আর ভুক্তভোগীদের ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে।

আরো পড়ুন