Ridge Bangla

গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ শীর্ষ ৪ সন্ত্রাসী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরকপাড়া এলাকায় দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক ও নকল পিস্তলসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলে পুরো রাতজুড়ে।

আটক চার সন্ত্রাসী হলেন—আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি নকল পিস্তল উদ্ধার করা হয়। এসব সরঞ্জাম তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় ব্যবহার করছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সেনাবাহিনীর এ সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি হীরকপাড়া এলাকায় মাদক ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে গিয়েছিল। অভিযান চালিয়ে অপরাধীদের গ্রেপ্তারের জন্য তারা সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তারিত খতিয়ে দেখা হবে।

আরো পড়ুন