গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যারা অন্যায় করেছে, হামলা চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
সাংবাদিকদের প্রশ্ন ছিল, সংঘর্ষের পূর্বাভাস গোয়েন্দা সংস্থার কাছে ছিল কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে সহিংসতা এত ব্যাপক হবে, তা তারা বুঝতে পারেনি।” তিনি আরও জানান, আগের দিনই ঘটনাস্থলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ঘিরে বড় ধরনের সংঘর্ষ ঘটে। আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, হামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত ছিল। সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হন এবং ৪৫ পুলিশ সদস্যসহ ৫০ জনের মতো আহত হন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনের শাসন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন নিজের গতিতেই চলবে, এতে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না।”