Ridge Bangla

গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৪ জন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) জেলা শহরে সংঘর্ষ চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সমাবেশ শেষে মিছিলকারীরা শহরের প্রধান সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও সেনা টহল এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থল ও হাসপাতালে চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গিপাড়ার সোহেল রানা (৩০) এবং গোপালগঞ্জ সদরের ইমন (২৪)।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জ্বীবিতেশ বিশ্বাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় বহুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন।

এদিকে সংঘর্ষের পর গোটা জেলা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এনসিপি নেতারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন