Ridge Bangla

গেন্ডারিয়া থানার ওসির বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ

ঢাকার গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহেদ খানের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, গত জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মামলাগুলো এখন স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি ও অর্থ আদায়ের মাধ্যমে একটি বাণিজ্যে রূপ নিয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, ওসি আবু শাহেদ খান শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নাম মামলায় জড়াচ্ছেন কিংবা মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছেন। এমনকি জেলে থাকা ব্যক্তিদের নামেও গ্রেফতার দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অনেক নিরীহ ব্যবসায়ী রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।

ব্যবসায়ীদের ভাষ্যে, “আগে চাঁদা দিতে হতো সাবেক সরকারের রাজনৈতিক ক্যাডারদের, এখন সেই জায়গা নিয়েছে পুলিশ প্রশাসন।”

অন্যদিকে, অভিযোগ রয়েছে যে বিপুল পরিমাণ টাকা দিয়ে কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মী মামলার তালিকা থেকে নিজেদের নাম বাদ দিয়েছেন। ফলে এলাকায় অনেকে ‘পছন্দের তালিকায়’ থাকায় মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি আবু শাহেদ খান অভিযোগ অস্বীকার করে বলেন, “একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি আইনের বাইরে কোনো কাজ করিনি।”

আরো পড়ুন