Ridge Bangla

গুলিস্তানে সুন্দরবন মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটির পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সকাল ১০টার সময় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং পরবর্তীতে আরও ১০টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরাও সহযোগিতা করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের সময় মার্কেটের ভেতরে থাকা ব্যবসায়ীরা দ্রুত বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। ফায়ার সার্ভিস আগুন যাতে অন্যান্য তলায় ছড়িয়ে না পড়ে, সে জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কিছু সময় লাগবে এবং পরে ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত কারণ জানা যাবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন