ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট ঘুষ হিসেবে বিনা মূল্যে গ্রহণ এবং পরবর্তীতে তা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৫ জুন) টিউলিপের ঢাকার পাঁচটি ঠিকানায় তলবি চিঠি পাঠানো হয়। এ ঠিকানাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডির দুটি ঠিকানা এবং গুলশানের দুটি ঠিকানা। একই সঙ্গে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ও উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত তলবনামায় উল্লেখ করা হয়, টিউলিপ সিদ্দিক, রেহানা সিদ্দিক এবং কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২-এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি (বর্তমানে ১১এ ও ১১বি)-এর ফ্ল্যাট নম্বর বি/২০১ কোনও অর্থ পরিশোধ না করেই দখল করেন এবং পরে তা নিজেদের নামে রেজিস্ট্রি করে নেন।
এই ঘটনায় গত ১৫ এপ্রিল দুদক একটি মামলা দায়ের করে। মামলায় দণ্ডবিধির ১২০(বি), ৪০৯, ১৬১ থেকে ১৬৫(ক) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা সংযুক্ত করা হয়েছে।
তদন্তের স্বার্থে টিউলিপ সিদ্দিককে সরাসরি হাজির হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে।