Ridge Bangla

গুরুর আদরে আবেগী জায়েদ খান

ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান, যিনি মূলত সিনেমা নয়, সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সংবাদ শেয়ার করে থাকেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে দেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমসের সঙ্গে দেখা করার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেতা।

আমেরিকায় জেমসের শোতে হাজির হয়েছিলেন জায়েদ খান। দীর্ঘদিন পর গুরুর সঙ্গে সাক্ষাৎ হওয়ায় এই সময়টি তার কাছে বিশেষ হয়ে ওঠে। সেখানে তিনি জেমসের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন এবং সেই অভিজ্ঞতা ফেসবুকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন। জায়েদের পোস্টে লেখা ছিল, “আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায়, টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই দোয়া সবসময়।”

এদিকে, বর্ষীয়ান কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসও জায়েদকে পছন্দ করেছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শুভ কামাল। তিনি আরও উল্লেখ করেন, জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন, মজা করে এমন প্রশ্নও করেছিলেন জেমস।

শুভ কামাল সামাজিক মাধ্যমে লিখেছেন, “জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য। গুরুও (জেমস) কিন্তু জায়েদকে পছন্দ করেন। তারা চুটিয়ে আড্ডা দিয়েছেন। জায়েদ পরে আমাকে বলেছেন, দেখেছেন, গুরু আমাকে কেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন না, যার সঙ্গে গুরু এমন আপনভাবে কথা বলেন।”

এই পোস্ট ও অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পায়, জায়েদ খান শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতাই নন, বরং তার সঙ্গী, গুরুর প্রতি শ্রদ্ধা ও আবেগও প্রকাশ্যে আনেন। গুরুর আদর ও স্নেহে আবদ্ধ হয়ে তিনি তার ভক্তদের কাছে আরও মানবিক ও হৃদয়গ্রাহী রূপে আবির্ভূত হয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন