দক্ষিণ ভারতের কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা ভয়াবহ হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। কন্নড় ইন্ডাস্ট্রিতে শ্রুতি নামেও পরিচিত এই অভিনেত্রী বর্তমানে ব্যাঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৪ জুলাই রাতে নিজের বাসায় স্বামী অমরিশের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হন মঞ্জুলা। অভিযোগ অনুযায়ী, অমরিশ প্রথমে তার চোখে মরিচ গুঁড়া ছিটিয়ে দেন, এরপর ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুলা এখন শঙ্কামুক্ত হলেও শারীরিকভাবে তিনি অনেকটাই দুর্বল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় ব্যাঙ্গালুরু পুলিশ অভিযুক্ত অমরিশকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই এই দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই জেরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
মঞ্জুলা দীর্ঘদিন ধরে কন্নড় সিরিয়াল ও মঞ্চনাটকে অভিনয় করে আসছেন। তার ওপর এই বর্বর হামলার খবর ছড়িয়ে পড়তেই কন্নড় বিনোদন অঙ্গনে নেমে আসে চাঞ্চল্য। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অমরিশের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগে মামলা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।