Ridge Bangla

গুম-নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশ আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে: সাবেক আইজিপি মামুন

গুম, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশনা সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো এবং সেসব বাস্তবায়ন করতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকি—এমন অভিযোগ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

চলতি বছরের ২৪ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য জানান তিনি। মামুন বলেন, কাউকে তুলে নেওয়া বা গুম করার মতো কর্মকাণ্ড গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে তারিক সিদ্দিকি বাস্তবায়ন করতেন। ব্যারিস্টার আরমানকে টাস্কফোর্স ইন্টেলিজেন্স (টিএফআই) সেলে আটক রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ‘জ্বীন’ বলে ডাকতেন এবং রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে তাকে বিশেষভাবে কার্যকর মনে করা হতো।

জবানবন্দিতে মামুন আরও বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি ও মারণাস্ত্র ব্যবহৃত হয়। প্রতিরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠকে এসব পরিকল্পনা করা হতো। সেখানে স্বরাষ্ট্রসচিব, বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, গোয়েন্দা বিভাগের (ডিবি) হারুন, র্যাবের ডিজি, আনসার বাহিনীর ডিজি এবং এনটিএমসির প্রধান জিয়াউল আহসানসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

এছাড়াও, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রাতের মধ্যেই ৫০ শতাংশ ব্যালট বাক্স পূরণের পরিকল্পনা দেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী এবং তা সরকারি নির্দেশে বাস্তবায়ন হয় বলেও জবানবন্দিতে দাবি করেন মামুন।

আরো পড়ুন