Ridge Bangla

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার প্রকাশ্য ট্রাইব্যুনালে হতে হবে: জুলাই ঐক্য

গুম-খুন ও রাষ্ট্রীয় নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার সেনানিবাসে নয়, প্রকাশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে—এমন দাবি জানিয়েছে গণঅভ্যুত্থান-পরবর্তী ঐক্যবদ্ধ রাজনৈতিক জোট ‘জুলাই ঐক্য’।

শনিবার (১১ অক্টোবর) সংগঠনের সংগঠক ইসরাফিল ফরাজী প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের বিপ্লবে শেখ হাসিনা পালালেও তার সহযোগীরা এখনো গুরুত্বপূর্ণ বাহিনীতে অবস্থান করছে এবং ভারতীয় স্বার্থে কাজ করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিজিএফআই প্রধানসহ ২৮ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে—যা দীর্ঘদিনের ক্ষোভে সামান্য আশার আলো জাগিয়েছে। তবে এটি যথেষ্ট নয় বলে মনে করে জুলাই ঐক্য।

সংগঠনটি জানায়, সেনা সদর দপ্তর জানিয়েছে অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু জুলাই ঐক্যের দাবি, এসব বিপথগামী সেনা কর্মকর্তার বিচার প্রকাশ্যে এবং সরাসরি জাতীয় টেলিভিশনে সম্প্রচার করতে হবে, যাতে ভবিষ্যতের ক্ষমতাসীনরা সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার সাহস না পায়। তারা আরও দাবি করে, সেনা হেফাজতে থাকা ১৫ বিপথগামী কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে এবং যারা বিদেশে পালানোর চেষ্টা করছে তাদের দ্রুত ফিরিয়ে আনা হোক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুম-খুনের নির্দেশদাতা শেখ হাসিনা ও তার প্রশাসনের সদস্যদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ডিজিএফআই, র্যাব ও সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আইনের আওতায় আনতে হবে। জুলাই ঐক্য হুঁশিয়ারি দিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন