Ridge Bangla

গুজরাটে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ সেতু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। বুধবার (৯ জুলাই) ভোরে ভারি বৃষ্টির কারণে আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতুটি হঠাৎ ভেঙে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেতু ভেঙে পড়ার সময় দুটি ট্রাক, দুটি ভ্যানসহ বেশ কয়েকটি যানবাহন নিচে মহীসাগর নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী বাহিনী ও পুলিশ। এখনো চলছে উদ্ধার তৎপরতা। তবে ব্রিজ ধসের কারণে আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বরের মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তায় যান চলাচল থেমে গেছে, প্রশাসন বিকল্প পথ খোঁজার চেষ্টা চালাচ্ছে।

এই দুর্ঘটনা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে তীব্র সমালোচনা। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, বিজেপি যেখানে পশ্চিমবঙ্গের একটি সেতু দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক প্রচার চালিয়েছিল, সেখানে গুজরাটে একের পর এক সেতু বিপর্যয়ের দায় কার? অনেকেই মনে করছেন, গম্ভীরা সেতু ধস ফের প্রমাণ করল যে বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’ বাস্তবে যতটা প্রচারে সফল, কাজের জায়গায় ততটা নয়।

উল্লেখ্য, কয়েক বছর আগেই গুজরাটের মোরবিতে সেতু ধসে বহু মানুষের মৃত্যু হয়েছিল। সেই ক্ষত এখনো শুকায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গম্ভীরা ব্রিজটি প্রায় ৪৩ বছর পুরনো এবং দীর্ঘদিন ধরে তা পরিত্যক্ত ও দুর্বল অবস্থায় ছিল। অতিরিক্ত বৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ার ফলে চাপ বাড়ে সেতুর ওপর। তবে প্রশ্ন উঠেছে, ব্রিজটি এত পুরনো হওয়া সত্ত্বেও কেন আগেভাগে মেরামত বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

আরো পড়ুন