জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদত্যাগ নিয়ে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। রোববার (১৩ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের একটি পুরোনো ঘটনার অপব্যাখ্যা করে গুজব ছড়াচ্ছে।”
তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এই অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী হওয়ায় অনেকের তা মেনে নিতে কষ্ট হচ্ছে বলেও জানান তিনি। “তাই বারবার আমাকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানো হয়,” বলেন এই গায়ক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছাও প্রকাশ করেছেন মনির খান। তিনি বলেন, “আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যদি দল চায়, জনগণ যদি আমাকে উপযুক্ত মনে করে, তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমি সে প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।”
১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই সংগীতশিল্পী ইতিমধ্যে ৪২টিরও বেশি একক অ্যালবাম, অসংখ্য দ্বৈত ও মিশ্র অ্যালবাম এবং সিনেমার গান করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু সম্মাননা। গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়ভাবে অবদান রাখতে চান বলেও জানান তিনি।