Ridge Bangla

গায়ক কুমার শানু দিল্লি হাইকোর্টের দ্বারস্থ

বলিউডের খ্যাতনামা সুরের জাদুকর কুমার শানু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কণ্ঠস্বর নকলের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। নিজের স্বতন্ত্র কণ্ঠস্বর ও গায়নশৈলীর অবৈধ ব্যবহার রোধ করতে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচারপতি মনপ্রীত প্রীতম সিংয়ের আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। প্রায় চার দশকের ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দেওয়া কুমার শানুর কণ্ঠস্বর এতটাই স্বতন্ত্র যে শ্রোতারা চোখ বন্ধ করেও তা চেনার ক্ষমতা রাখেন। কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তার গায়নশৈলী বা কণ্ঠস্বর বিকৃত করা হচ্ছে, যা গায়ক নিজেই গুরুতর অপরাধ হিসেবে দেখছেন।

এছাড়া, রিলস বা ভিডিওতে তার গান যথেচ্ছভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন করেছেন কুমার শানু। তার পক্ষে দিল্লি হাইকোর্টে আবেদন দায়ের করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান।

এর আগে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিনেতা অভিষেক বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং পরিচালক-প্রযোজক করণ জোহরও একই কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কুমার শানু।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন