Ridge Bangla

গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন স্ত্রী জ্যোতি সিং

ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও রাজনীতিবিদ পবন সিংকে ঘিরে বিতর্ক থামছেই না। সম্প্রতি তিনি এক অভিনেত্রীকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগে আলোচনায় উঠে এসেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে স্ত্রী জ্যোতি সিং পরকীয়ার অভিযোগ তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পবন জ্যোতিকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন। জ্যোতির অভিযোগ, পবন এফআইআর দায়ের করেছেন। তবে পুলিশ জানিয়েছেন, এখনও আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়নি। আইনি প্রক্রিয়ার নিয়ম মেনে জ্যোতিকে থানায় ডাকার চেষ্টা করা হলেও তিনি যেতে অস্বীকার করেন এবং অভিযোগ করেন, “কর্তৃপক্ষ আমাকে প্রকাশ্যে অপমান করছে।”

জ্যোতি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে আইনি ঝামেলা চলছে। তিনি দাবি করেছেন, বিষয়টি কেবল ভরণ-পোষণ সংক্রান্ত, কোনো ফৌজদারি মামলা নয়। পুলিশের সামনে তিনি বিষপানে আত্মহত্যার হুমকি দিয়েছেন। জ্যোতি চিৎকার করে বলেন, “যদি ন্যায়বিচার না পাই, আমি বাড়িতে গিয়ে বিষপান করব। আমি ভদ্র পরিবারের মেয়ে, যথেষ্ট হয়েছে।”

তিনি পবনের বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন। নির্বাচনের পর পবন তাঁর সামনে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটিয়েছেন বলে দাবি করেন জ্যোতি। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “যে ব্যক্তি নিজ স্ত্রীর জন্য পুলিশ ডাকছে, সে সমাজসেবা করবে?”

বর্তমানে পবন এমএক্স প্লেয়ারের রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ অভিনয় করছেন। তবে তাঁর বিরুদ্ধে বিতর্ক যেন থামছেই না। গত মাসে সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগেও তিনি আলোচনায় এসেছিলেন, যদিও পরে ক্ষমা চেয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন