Ridge Bangla

গানে গানে ইউরোপ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় গায়িকা লিজা

এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা এবার ইউরোপ সফরে যাচ্ছেন সঙ্গীত পরিবেশনের উদ্দেশ্যে। মাতৃত্বের পর দীর্ঘদিন স্টেজ পারফর্ম্যান্স থেকে বিরত ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের জন্মের পর দেশে ফিরে মেয়েকে নিয়েই কাটিয়েছেন সময়। বিদেশ থেকে একাধিক স্টেজ শোর প্রস্তাব এলেও সন্তানের বয়স কম থাকায় সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

লিজা জানান, একজন মায়ের জীবনে এমন সময় আসে যখন সন্তানের প্রয়োজনে অনেক সুযোগ ত্যাগ করতে হয়, এবং তিনি তাতেই খুশি ছিলেন। তবে এবার তিনি নতুনভাবে ফিরছেন গানে। ইউরোপের পাঁচটি দেশে সঙ্গীত পরিবেশনের উদ্দেশ্যে তিনি ইতোমধ্যে পৌঁছেছেন ফ্রান্সের প্যারিসে। আজ ২২ জুন সেখানেই হবে তার প্রথম শো। এরপর ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যান্ড, ৬ জুলাই ইতালি এবং ১৩ জুলাই স্পেনে অনুষ্ঠিত হবে অন্যান্য কনসার্ট।

প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই কনসার্টগুলোতে লিজার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন আরেক জনপ্রিয় শিল্পী আয়েশা মৌসুমী। এ প্রসঙ্গে লিজা বলেন, “একজন শিল্পীর সবচেয়ে প্রিয় জায়গা হলো স্টেজ। কারণ, স্টেজেই একজন শিল্পীর প্রকৃত মূল্যায়ন হয়। দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া পাওয়াই সবচেয়ে বড় আনন্দ।”

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক মঞ্চে আবারও সরব হচ্ছেন লিজা। ইউরোপ সফরের মাধ্যমে তিনি নতুন উদ্যমে সঙ্গীত ক্যারিয়ারে ফিরছেন, যা নিঃসন্দেহে তার ভক্তদের জন্য এক আনন্দের খবর।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন