রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে।
তার বিরুদ্ধে অভিযোগ, পৌরসভার কোনো সরকারি গাড়ি না থাকলেও তিনি ব্যক্তিগত গাড়ির নামে তেলের খরচ দেখিয়ে পৌর তহবিল থেকে প্রায় ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছেন।
দুদকের মামলা সূত্রে জানা যায়, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি প্রতিদিন ৭ লিটার তেল ব্যবহারের হিসাব দেখিয়ে মোট ১৩ হাজার লিটার তেলের খরচ দেখান। এতে পৌর তহবিল থেকে প্রায় ১২ লাখ ৫৪ হাজার টাকা উত্তোলন করেন। পাশাপাশি কোনো প্রমাণ ছাড়াই অগ্রিম আরও প্রায় ২ লাখ টাকা নেন।
এ ছাড়া মুক্তার আলী ভুয়া পরিচ্ছন্ন কর্মচারী নিয়োগ দেখিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ করেন। বাস্তবে ওই কর্মচারীরা কখনো চাকরিতে যোগ দেননি।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির আওতাভুক্ত অপরাধ। গত ফেব্রুয়ারিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে। বর্তমানে মুক্তার আলী রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন।