Ridge Bangla

গাজীপুর গণপূর্ত বিভাগে কোটি টাকার অনিয়ম, তদন্ত শুরু

গাজীপুর গণপূর্ত বিভাগে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় পর্যায়ের ভূমি উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে।

অভিযোগে বলা হয়েছে, প্রকল্পের বালু ভরাটের কাজ টেন্ডার অনুযায়ী সম্পন্ন না করেই বেশি বিল প্রদান করা হয়। বাস্তবে ৯ ফুট বালু ভরাট হলেও বিল প্রদান করা হয় ১৪ ফুটের বেশি দেখিয়ে। শুধু তাই নয়, এক কাজের বিল দু’বার দেওয়ার অভিযোগও উঠেছে। এতে অন্তত ৬ কোটি টাকার সরকারি অর্থ লুটপাট হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগের সঙ্গে জড়িত হিসেবে সাবেক আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, সাবেক উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী এবং দুইজন উপ-সহকারী প্রকৌশলীর নাম উঠে এসেছে। এ ঘটনায় ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের কাছে অভিযোগ দাখিল হয়েছে এবং আদালতেও মামলা হয়েছে।

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা গাজীপুর গণপূর্ত বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলীকে রেকর্ডপত্র জমা দিতে চিঠি দিয়েছেন। পাশাপাশি প্রকল্পের টেন্ডার নথি, বিল-ভাউচার ও মূল্যায়ন কমিটির কাগজপত্র সংগ্রহের কাজ চলছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা বলেন, তদন্ত চলছে তাই এখন মন্তব্য করতে চাই না। একই অবস্থান নিয়েছেন সাবেক উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরীও।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন