গাজীপুরে অভিযান চালিয়ে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। এসব কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট) না থাকায় কিংবা থাকলেও তা চালু না রাখায় স্থানীয় নদী ও খালের পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছিল।
বুধবার (৩০ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। কারিগরি সহায়তা দেয় ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ এবং তিতাস গ্যাস কোম্পানি।
বিচ্ছিন্ন করা কারখানাগুলোর মধ্যে রয়েছে:
-
লী নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার (বিদ্যুৎ ও গ্যাস)
-
বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর (বিদ্যুৎ)
-
পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন (বিদ্যুৎ ও গ্যাস)
-
গাজী থ্রেড অ্যান্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী (বিদ্যুৎ ও গ্যাস)
-
তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী (বিদ্যুৎ)
-
মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী
-
সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী
-
ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী
-
লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে পরিবেশ বিধিমালাবহির্ভূত অবৈধ শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।