Ridge Bangla

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডলকে (৩৮) কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় তারা তার কাছ থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সনজিৎ মন্ডল কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকার বাসিন্দা এবং সাথী জুয়েলার্স নামের একটি দোকানের মালিক। তিনি স্বর্ণালংকার বিক্রির পাশাপাশি বিকাশ এজেন্টের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা ব্যাগে ভরে বাসায় ফিরছিলেন সনজিৎ। কলেজ গেট এলাকায় পৌঁছাতেই আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং ব্যাগ ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আতঙ্ক ছড়াতে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সনজিৎকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইকারীদের চিহ্নিত করতে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৭

আরো পড়ুন