গাজীপুরে কারখানা বন্ধ হয়ে বেকার হওয়া শ্রমিকদের একটি অংশ চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে মহানগর এলাকা থেকে ১,৬০০ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অর্ধেকই বেকার শ্রমিক।
শিল্প পুলিশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে ৭২টি কারখানা বন্ধ হয়ে প্রায় ৭৩ হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র গত ছয় মাসেই ২৯টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, যার মধ্যে বেক্সিমকোসহ বেশ কয়েকটি বড় গার্মেন্টস রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান জানান, অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে কাজ করা কঠিন। পাশাপাশি লোকবল ও সরঞ্জাম স্বল্পতাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নিরাপত্তাহীনতার কারণে অনেক বাসিন্দা ইতোমধ্যেই ঢাকায় চলে গেছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম সাত মাসেই জেলায় ১০৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।