গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দিনদুপুরে প্রবাসী জাকির হোসেনের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাকির হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মাইটা খোলা চিতেস্বরি গ্রামের মমির উদ্দিনের ছেলে। তিনি জানান, ওইদিন দুপুরে কালিয়াকৈর বাজার এলাকার ডাচ্-বাংলা ব্যাংক থেকে নিজের অ্যাকাউন্ট থেকে ১৪ লাখ টাকা তোলেন তিনি। এরপর একটি অটোরিকশায় করে পাশের একটি এনজিও অফিসে যাচ্ছিলেন।
যাত্রাপথে সাহেব বাজার এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তার রিকশার গতিরোধ করে। গাড়ি থেকে নেমে ৩-৪ জন ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে প্রবাসীর হাতে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাকির হোসেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) যোবায়ের আহমেদ জানান, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও টাকার সন্ধানে অভিযান চলছে।” ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রবাসী জাকির হোসেন নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।