Ridge Bangla

গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন, যাঁরা সবাই একই পরিবারের সদস্য। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিহতদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও সবাই একটি পরিবারের সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া চলমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়চালায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুইজন নিহত হন, পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, এই সড়কে পণ্যবাহী যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুতগামী যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ওসি জানান, দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের বিষয়ে তদন্ত চলছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন