গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার দক্ষিণ বাংলা নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলতে থাকার অভিযোগে পুলিশ শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় অভিযান চালিয়ে ১০ তরুণীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে যৌনকর্মী ও পুরুষরাও।
জিএমপির বাসন থানার ওসি মো. শাহীন খান জানিয়েছেন, স্থানীয় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। অভিযানের সময় হোটেল কর্মচারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, হোটেলটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলছিল। ওসি বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছি। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে রোববার তাদের আদালতে পাঠানো হবে।”
এই অভিযানে ধরা পড়া তরুণীরা বিভিন্ন বয়সের এবং গ্রেপ্তারের সময় হোটেলে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযানটি তাদের দীর্ঘদিনের তদন্ত ও নজরদারির পর নেয়া একটি পরিকল্পিত ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগও ছিল, হোটেলটিতে রাতে অশান্তি ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি প্রায় নিয়মিত হয়ে উঠেছিল।
পুলিশের এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে হোটেলগুলোতে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এমন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বাসন থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রমে জড়িত অন্যান্যদের খোঁজে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। অভিযানের মাধ্যমে স্থানীয় প্রশাসনও হোটেলগুলোতে সতর্কতার বার্তা দিয়েছে। এই ধরনের অভিযান দেশের বিভিন্ন শহরে হোটেল ও আবাসিক স্থানে সামাজিক শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে পুলিশ জানিয়েছে।