Ridge Bangla

গাজীপুরে আগুনে ৯টি দোকান ও ঘর ভস্মীভূত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝুট গোডাউন, আটটি মুদি দোকান ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার ভোরে এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোর চারটার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের দোকান ও ঘরে ছড়িয়ে পড়ে। ঝুট গোডাউনের মালিক এমদাদুল হক বলেন, হঠাৎ আগুনের শিখা দেখা দিলে সবাই দিশেহারা হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কোনাবাড়ী মডেল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল সোয়া আটটার দিকে সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হয়।

এ সময় ঝুট কাপড়, কার্টুন, ওয়েস্টেজ, দোকানের মালামাল ও বসতবাড়ির আসবাবপত্র ভস্মীভূত হয়। প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, চাচা-ভাতিজা এন্টারপ্রাইজ নামের ঝুট গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে ঝুট ব্যবসা ও গোডাউনগুলো অরক্ষিতভাবে গড়ে ওঠায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি সবসময় রয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন