গাজা দখলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৮ আগস্ট) ইসরায়েলে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। স্থানীয় গণমাধ্যম জানায়, গত ২২ মাসের যুদ্ধে এটি ছিল সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম সরকারবিরোধী বিক্ষোভ।
বিক্ষোভে যোগ দিয়ে মুক্তিপণ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ওপর চাপ বাড়ান। বর্তমানে গাজায় আটক থাকা ৫০ জনের মধ্যে প্রায় ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে এবং তারা গুরুতর পরিস্থিতির মধ্যে আছেন।
এনাভ জাঙ্গাউকারের ছেলে মাতান গাজায় বন্দি। ইসরায়েলি জনগণ ও শক্তিশালী হিস্টাদ্রুত শ্রমিক ইউনিয়নকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের জিম্মিদের, সৈন্যদের এবং ইসরায়েল রাষ্ট্রকে বাঁচাতে সাহায্য করুন।” দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “দেশ বন্ধ করে দিন।”
এদিকে জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও কানাডাসহ নয়টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলের বৃহৎ সামরিক অভিযানের সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে পারে।
বিশ্লেষকরা বলছেন, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন আরও তীব্র করে তুলতে পারে।