Ridge Bangla

গাজা ইস্যুতে ইসরায়েলি চলচ্চিত্র বয়কটের ডাক শিল্পী সমাজের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলি চলচ্চিত্রশিল্পকে বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৮০০-এরও বেশি অভিনেতা, পরিচালক ও সংস্কৃতিকর্মী। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এই অবস্থান তুলে ধরেন।

চিঠিতে উল্লেখ করা হয়, কোনো ইসরায়েলি সরকার-সমর্থিত কিংবা বর্ণবাদ ও গণহত্যায় সম্পৃক্ত চলচ্চিত্র উৎসব, সিনেমা হল, সম্প্রচার মাধ্যম বা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তারা কাজ করবেন না। এমনকি সেখানে নিজেদের চলচ্চিত্র প্রদর্শন বা সহযোগিতায়ও অংশ নেবেন না। তবে এই বয়কটের লক্ষ্য কোনো ব্যক্তিগত শিল্পীকে বাদ দেওয়া নয় বরং ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই এ অবস্থান।

এ ঘোষণার ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল, হাইফা ইন্টারন্যাশনাল ফেস্টিভাল, ডোকাভিভ ও তেল আবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফেস্টিভালসহ একাধিক শীর্ষস্থানীয় চলচ্চিত্র আসর থেকে অনেক আন্তর্জাতিক শিল্পী অনুপস্থিত থাকবেন। এর আগে ইতালীয় চলচ্চিত্র সংগঠন ভেনিস ফর প্যালেস্টাইন ভেনিস ফিল্ম ফেস্টিভাল বয়কটের ডাক দিয়েছিল। সেই আহ্বানে অস্কারজয়ী পরিচালক গুইলারমো ডেল টোরোসহ প্রায় দুই হাজার চলচ্চিত্রকর্মী সাড়া দেন।

বয়কটের আহ্বানে সাড়া দেওয়া শিল্পীদের মধ্যে আছেন অভিনেত্রী এমা স্টোন, অলিভিয়া কোলম্যান, টিল্ডা সুইনটন, সিনথিয়া নিকসন, অভিনেতা মার্ক রাফালো, রিজ আহমেদ, জেভিয়ার বারডেম, জো অ্যালউইন, গ্যয়েল গার্সিয়া বার্নাল প্রমুখ। নির্মাতাদের মধ্যে রয়েছেন ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, কেন লোচ ও মাইক লেই।

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’ এক বিবৃতিতে জানায়, যখন অনেক সরকার ইসরায়েলের গণহত্যাকে কার্যত সমর্থন করছে, তখন সাংস্কৃতিকভাবে এই বর্বরতার প্রতিরোধ জরুরি হয়ে উঠেছে। একইসঙ্গে প্রায় ২০০ ব্রিটিশ ও আইরিশ লেখকও ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক পূর্ণ বয়কটের দাবি জানিয়েছেন। তারা গাজাবাসীদের খাদ্য, পানি ও চিকিৎসা নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি, পশ্চিম তীরে সহিংসতা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন