Ridge Bangla

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত অন্তত ২০

ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ৪ সাংবাদিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও আন্তর্জাতিক গণমাধ্যম।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তাদের ফ্রিল্যান্স সাংবাদিক মারিয়াম আবু দাকা হামলায় নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তিনি এপির সংবাদ পরিবেশনে যুক্ত ছিলেন। কাতারভিত্তিক আল জাজিরা নিশ্চিত করেছে, তাদের সাংবাদিক মোহাম্মদ সালামাও নিহত হয়েছেন।

এ ছাড়া রয়টার্স জানিয়েছে, তাদের কন্ট্রাক্টর ও ক্যামেরা অপারেটর হোসাম আল-মাসরি হামলায় নিহত হয়েছেন, আর সংস্থার ফটোগ্রাফার হাতেম খালেদ আহত হয়েছেন। মিডল ইস্ট আই এর হয়ে কাজ করা আহমদ আবু আজিজকেও নিহতদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা ও সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা সংবাদস্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন