Ridge Bangla

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত আরও ১১৮ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলা থেমে নেই। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫৮১ জন। বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে ১২ জন মার্কিন ও ইসরায়েলি সমর্থিত মানবিক সাহায্যকেন্দ্রের হামলায় প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪৯ জন। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) জানায়, ২৬ মে থেকে চালু হওয়া তাদের চারটি ত্রাণ বিতরণ কেন্দ্র প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছে। এ পর্যন্ত এসব কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলায় ৬৫২ জন নিহত এবং সাড়ে চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩৯ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন ছাড়িয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তিনি হামাসকে দ্রুত এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পরিস্থিতিতে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি ও নিরাপদ ত্রাণ সরবরাহ নিশ্চিত করা জরুরি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিনই স্কুল, হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন