Ridge Bangla

গাজায় ইসরায়েলের স্থল অভিযান, বাদ যায়নি হাসপাতালও

গাজায় দখলদার ইসরায়েলের ব্যাপক মাত্রায় স্থল অভিযানের দ্বিতীয় দিন চলছে। হামলার কারণে হাজারো ফিলিস্তিনি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতভর গাজায় বোমাবর্ষণ চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল তাদের হামলায় আল-রান্তিসি শিশু হাসপাতালকে অন্তত তিনবার টার্গেট করেছে। এতে বাধ্য হয়ে হাসপাতালের অর্ধেক রোগী ও তাদের স্বজনদের সরিয়ে নেওয়া হয়। তবে ইসরায়েলি সেনারা এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে।

অন্য হাসপাতালগুলোর তথ্যে জানা গেছে, শুধু বুধবারেই গাজায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই উত্তরের বাসিন্দা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দুই দিনে তারা গাজায় স্থল বাহিনীকে সহায়তা দিতে ১৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য বন্দিদের মুক্ত করা এবং হামাসের প্রায় ৩ হাজার যোদ্ধাকে পরাজিত করা। তবে এ অভিযান আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।

সেভ দ্য চিলড্রেন ও অক্সফামসহ ২০টির বেশি আন্তর্জাতিক সহায়তা সংস্থার নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, গাজার পরিস্থিতি অমানবিক ও অগ্রহণযোগ্য। তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। আল-রান্তিসি হাসপাতালের সূত্রে জানা গেছে, প্রাণহানি না ঘটলেও হাসপাতালের এসি ইউনিট, পানির ট্যাঙ্ক ও সোলার প্যানেল ধ্বংস হয়েছে। এটি গাজার একমাত্র বিশেষায়িত শিশু হাসপাতাল, যেখানে ক্যানসার, কিডনি ব্যর্থতাসহ গুরুতর রোগীদের চিকিৎসা দেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন