ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বেড়েছে।
জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম থেকে দ্রুত জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। তারা অভিযোগ করেছে, এই পরিকল্পনা মূলত জিম্মিদের পরিত্যাগ করার সমান। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “আলোচনার পরিবর্তে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের প্রিয়জনদের হামাসের করুণার উপর ছেড়ে দিচ্ছি। জিম্মিদের ফিরিয়ে আনার একমাত্র উপায় হল একটি বিস্তৃত চুক্তি।”
৮ আগস্ট ১০ ঘণ্টাব্যাপী নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সংখ্যাগরিষ্ঠ ভোটে এই সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক চলাকালীন নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে কিছু বিক্ষোভকারী নিজেদের শিকল দিয়ে বেঁধে প্রতিবাদ জানান।
জিম্মি মাতান অ্যাংরেস্টের মা আনাত অ্যাংরেস্ট বলেন, “এক বছর ১০ মাস ধরে আমরা বিশ্বাস করার চেষ্টা করছি যে তাদের ফিরিয়ে আনার জন্য সবকিছু করা হচ্ছে। আপনারা ব্যর্থ হয়েছেন।” শুক্রবার প্রকাশিত সংগঠনের যৌথ বিবৃতিতে সরকারকে “বিরাট বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া”র অভিযোগও তোলা হয়।