ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার গাজা উপত্যকাজুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ছয় সদস্যও রয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮০০ জনে। গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ হামলায় প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩,৬০০ জন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ভেঙে গেছে।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও বর্বরতা থামছে না। অবরুদ্ধ গাজায় মানবিক বিপর্যয় গভীর থেকে গভীরতর হচ্ছে।