Ridge Bangla

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অভিযোগ এনেছে ইসরায়েলেরই দুই মানবাধিকার সংগঠন

ইসরায়েলের দুটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা—বেতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই)—প্রথমবারের মতো গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে নিজ দেশের সরকারকে অভিযুক্ত করেছে।

সোমবার (২৮ জুলাই) প্রকাশিত বেতসেলেমের এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের নীতি ও তার ভয়াবহ পরিণতি বিশ্লেষণ এবং শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের বক্তব্য মূল্যায়নের পর তারা “স্পষ্ট ও সুস্পষ্ট সিদ্ধান্তে” পৌঁছেছে যে গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে।

অন্যদিকে পিএইচআরআই একটি আলাদা প্রতিবেদনে আইনগত ও চিকিৎসাগত বিশ্লেষণ প্রকাশ করে জানিয়েছে, গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করার মাধ্যমে ইসরায়েল মানবিক বিধি লঙ্ঘন করেছে। সংস্থাটি এটিকে গণহত্যার কাঠামোর অংশ হিসেবে উল্লেখ করেছে।

তবে এসব অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি সরকার। সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বলেন, “আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে, তবে এই অভিযোগ আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করি। ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের অধীন আত্মরক্ষার যুদ্ধ চালাচ্ছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক রক্তক্ষয়ী হামলার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে চলমান হামলায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এই প্রথমবার কোনো ইসরায়েলি সংগঠন আনুষ্ঠানিকভাবে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে “গণহত্যা” হিসেবে উল্লেখ করল।

আরো পড়ুন