গাজায় অভ্যন্তরীণ অস্থিরতা দমন ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে প্রায় সাত হাজার নিরাপত্তা সদস্যকে ফের ডেকেছে হামাস। এমনটাই জানিয়েছে স্থানীয় একটি সূত্র। জানা যায়, ইসরায়েলি বাহিনী সম্প্রতি কিছু এলাকা থেকে সরে যাওয়ার পর হামাস নতুন করে পাঁচজন গভর্নর নিয়োগ দিয়েছে। এদের সবাই সামরিক বাহিনী থেকে উঠে আসা, এবং কেউ কেউ পূর্বে সংগঠনের সশস্ত্র শাখার ব্রিগেড কমান্ডার ছিলেন।
ফোন ও ক্ষুদে বার্তার মাধ্যমে মোবিলাইজেশনের এই নির্দেশ দেওয়া হয়। এতে যোদ্ধাদের ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে বলা হয় এবং ইসরায়েলের দোসর ও দুষ্কৃতিকারীদের নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করা হয়। ইতোমধ্যে গাজা শহরের বিভিন্ন এলাকায় নীল পোশাক ও বেসামরিক পোশাকে সশস্ত্র সদস্যদের মোতায়েন দেখা গেছে।
গাজার সাবরা এলাকায় প্রভাবশালী দোগমুশ গোত্রের হাতে হামাসের দুই সদস্য নিহত হলে এ অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। নিহতদের একজন ছিলেন সংগঠনের সামরিক গোয়েন্দা প্রধান ইমাদ আক্কেলের ছেলে। প্রতিশোধে হামাস ওই গোত্রের শতাধিক সদস্যকে ঘিরে ফেলে এবং এর পরদিন একজনকে হত্যা ও ৩০ জনকে অপহরণের খবর পাওয়া যায়।
মানবাধিকার কর্মীরা সতর্ক করেছেন, অস্ত্রের প্রাচুর্য ও হতাশ জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের আশঙ্কা প্রকট। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ—যেখানে হামাসের নিরস্ত্রীকরণ অন্যতম শর্ত—এই অভ্যন্তরীণ পরিস্থিতিতে আরও জটিল হয়ে উঠছে।