Ridge Bangla

গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুতে এবার চুরি হলো রিফ্লেক্টর লাইট

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধনের ঠিক একদিন পরই ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির রেশ কাটতে না কাটতেই এবার সেতুর রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দীর্ঘ এই সেতু ও সংযুক্ত সড়কের নিরাপত্তা ব্যবস্থা ন্যূনতমও নেই। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন সেতু দিয়ে চলাচল করছে এবং হাজার হাজার দর্শনার্থী আসছে। অথচ সন্ধ্যার পরই পুরো সেতু ও দুই পারের কয়েক কিলোমিটার সংযোগ সড়ক অন্ধকারে ঢেকে যায়।

গত ২০ আগস্ট সেতু উদ্বোধনের পর রাতে লাইট জ্বলে না ওঠায় প্রথমে তার চুরির বিষয়টি সবার নজরে আসে। সেই রেশ কাটতে না কাটতেই এবার রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দুই পাশে কোনো পুলিশ নেই। দুই একজন পুলিশ শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলেও রাতের কোনো পর্যবেক্ষণ নেই।

এ কারণে সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনার সম্ভাবনা বাড়ছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ তুলেছেন। তারা দাবি করেন, নিরাপত্তাহীনতার কারণে নতুন সেতুয়েও যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। সেতুর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন