Ridge Bangla

গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনে আগুন, বিকল ইঞ্জিনে ভোগান্তি

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া-ঝানজাইলগামী বলাকা কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের পর ইঞ্জিন থেকে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হতে থাকে। তাৎক্ষণিকভাবে ট্রেন চালক, পরিচালক ও রেলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হলেও ইঞ্জিন সম্পূর্ণ বিকল হয়ে যায়।

এ ঘটনায় গফরগাঁও রেলস্টেশনের এক নম্বর লাইনটি ব্লক হয়ে পড়ে। ফলে আপাতত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল দুই নম্বর লাইন দিয়ে স্বাভাবিক রাখা হয়েছে। যাত্রীরা জানান, ট্রেন থেমে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের অপেক্ষায় থাকতে হয়েছে।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়া আরও জানান, ক্ষতিগ্রস্ত ট্রেনটি গন্তব্যে পাঠাতে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। রিলিফ ইঞ্জিন পৌঁছালে বলাকা কমিউটার পুনরায় যাত্রা শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার এবং ট্রেনের যান্ত্রিক ত্রুটি নিরসনে বাড়তি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন